বিনোদন ডেস্ক: গেল ঈদের আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ মুক্তির মাত্র ৭ দিনেই পাইরেসির শিকার হয়েছিল। শাকিব খানের এই সিনেমা এবার আসছে ওটিটিতে। চরকি ও হইচই জানিয়েছে, আগস্টে তাদের প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি।
রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সাবিলা নূরের। দীর্ঘদিন পর একই পর্দায় দেখা গেছে শাকিব খান ও জয়া আহসানকে।
পরিচালক রায়হান রাফী জানান, প্রেক্ষাগৃহে যারা দেখতে পারেননি কিংবা আবার দেখতে চান, তাদের জন্যই মুক্তি। বাংলা ভাষাভাষী যে কেউ, যেখানেই থাকুক, এবার ‘তাণ্ডব’ দেখতে পারবেন অনলাইনে।
সিনেমায় আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, অশোক ব্যাপারী, ড. এজাজ, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার, এ কে আজাদ সেতু, এফ এস নাঈম ও শিবা শানু।
‘তাণ্ডব’ প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজক চরকি। নির্মাণ সহযোগিতায় ছিল দীপ্ত।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available