• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই শ্রাবণ ১৪৩২ বিকাল ০৪:৪২:২৬ (31-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই শ্রাবণ ১৪৩২ বিকাল ০৪:৪২:২৬ (31-Jul-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

নোবিপ্রবিতে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

৩০ জুলাই ২০২৫ রাত ০৮:৪৬:৩৬

নোবিপ্রবিতে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) চ্যানেল আইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

৩০ জুলাই বুধবার ‘প্রকৃতি ও জীবন ক্লাব’, নোয়াখালী জেলা শাখার আয়োজনে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, শুরুতেই প্রকৃতি ও জীবন ক্লাবকে অসংখ্য ধন্যবাদ, শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ভিত্তিতে গাছের চারা বিতরণের কর্মসূচি গ্রহণের জন্য। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে একটি গ্রিন এনভায়রনমেন্ট রয়েছে সেটাকে ধরে রাখার জন্য আমরা শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগাতে উৎসাহিত করছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়াও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাধ্যমে আরও এক হাজার গাছের চারা বিশ্ববিদ্যালয়ে বিতরণ ও রোপণ করার কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

উপাচার্য আরও বলেন, গাছ আমাদের বাঁচিয়ে রেখেছে। আমরা যদি বৃক্ষনিধন না করি তাহলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ আমরা নিঃশেষ করতে পারবো। পাশাপাশি কোনো উন্নয়ন কাজের জন্য আমরা যদি একটি গাছও কাটি তার বদলে অন্তত ১০টি গাছ লাগাতে হবে। তখনই পরিবেশের ভারসাম্য রক্ষা করা যাবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি সুন্দর একটি পরিবেশ আমরা তৈরি করে দিতে পারি, তখনই দেশ ও জাতির প্রতি আমাদের যে দায়বদ্ধতা রয়েছে তা রক্ষা করতে পারবো।

কর্মসূচিতে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবি জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, স্টেট এন্ড হাউজিং শাখার প্রশাসক ড. আ.শ.ম. শরিফুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ