• ঢাকা
  • |
  • শুক্রবার ১৬ই শ্রাবণ ১৪৩২ রাত ০১:৫৬:০৩ (01-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৬ই শ্রাবণ ১৪৩২ রাত ০১:৫৬:০৩ (01-Aug-2025)
  • - ৩৩° সে:

বিনোদন

জনপ্রিয় অভিনেতা মুকুল দেব মারা গেছেন

২৪ মে ২০২৫ বিকাল ০৪:২৬:৫৬

জনপ্রিয় অভিনেতা মুকুল দেব মারা গেছেন

বিনোদন প্রতিবেদক: মারা গেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। ৫৪ বছর বয়সে তিনি পাড়ি দিলেন ওপারে। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেন আরেক অভিনেতা মনোজ বাজপায়ী। তবে তার মৃত্যুর কারণ জানা যায় নি।

প্রয়াত অভিনেতা রাহুল দেবের ভাই মুকুল দেব। মুকুল দেবের হঠাৎ এই মৃত্যু মেনে নিতে পারেছে না তার কাছের মানুষেরা। তার মৃত্যুর কারণ এখনও আনুষ্ঠানিকভাবে তার পরিবার বা ঘনিষ্ঠদের তরফ থেকে জানানো হয়নি। তবে বেশ কিছু দিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গেছে।

বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন মুকুল। ছোটপর্দা থেকে বড় পর্দা- সব প্ল্যাটফর্মেই সমান তালে কাজ করেছেন। প্রথম ছবি ‘দস্তক’-এ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। এই ছবি দিয়ে বলিউডে পা রাখেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনও। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে মুকুলের অভিনয় আলাদা করে নজর কেড়েছিল দর্শক-সমালোচকদের।

হিন্দি ছাড়াও তার ঝুলিতে মালয়ালি, গুজরাটি, পঞ্জাবি, মরাঠি, ইংরেজি এবং বাংলা ছবিও রয়েছে।

একাধিক বাংলা ছবিতে কাজ করেছিলেন তিনি। তালিকায় ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ উল্লেখযোগ্য। সব ক’টি ছবিতেই নায়কের ভূমিকায় অভিনয় করেন জিৎ। এছাড়া টেলিভিশনেও তিনি ‘ঘরওয়ালি উপরওয়ালি’, ‘কাহানি ঘর ঘর কী’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৩
৩১ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭:৫৯