• ঢাকা
  • |
  • রবিবার ২২শে বৈশাখ ১৪৩১ দুপুর ০২:০৫:৪২ (05-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২২শে বৈশাখ ১৪৩১ দুপুর ০২:০৫:৪২ (05-May-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

ভেঙে দেওয়া হলো পাকিস্তানের পার্লামেন্ট

১০ আগস্ট ২০২৩ দুপুর ০১:৫১:১২

আন্তর্জাতিক ডেস্ক: মেয়ার শেষ হওয়া তিনদিন আগেই ভেঙে দেয়া হলো পাকিস্তান জাতীয় পরিষদ (পার্লামেন্ট)। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পরামর্শের ভিত্তিতে এ পার্লামেন্ট ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এর মাধ্যমে দেশটিতে শেহবাজ সরকারের শাসনের অবসান ঘটলো। উন্মুক্ত হয়েছে নতুন নির্বাচনের পথ।

প্রেসিডেন্টের দপ্তর আইওয়ান-ই-সদর এ ব্যাপারে একটি নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, সংবিধানের ৫৮ ধারা অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে।

এর আগে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ৯ আগস্ট বুধবার প্রেসিডেন্ট আলভির কাছে পার্লামেন্ট ভেঙে দিতে চিঠি পাঠান। শেহবাজ শরিফ সরকারের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ১২ আগস্ট। এর তিনদিন আগেই দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

মেয়াদ শেষ হওয়ার আগে পার্লামেন্ট ভেঙে দেওয়ায় এখন নির্বাচন কমিশনকে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। যদি সরকারের মেয়াদ শেষ হওয়ার পর পার্লামেন্ট ভাঙা হতো তাহলে তাদের ৬০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হতো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








বজ্রপাতে খাগড়াছড়িতে তিনজন নিহত
৫ মে ২০২৪ দুপুর ১২:১০:১১

মাছ কেটেই চলে তাদের সংসার
৫ মে ২০২৪ দুপুর ১২:০৩:৪২