• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৫৮:১০ (03-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৫৮:১০ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭১

১৭ অক্টোবর ২০২৩ দুপুর ১২:৩১:০৫

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭১

ইন্টারন্যাশনাল ডেস্ক: অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশু ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।  সর্বশেষ এই বিমান হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল গাজার দক্ষিণ অংশের একটি ভবনে ওই বিমান হামলা চালায়। হামলার পর প্রাথমিকভাবে প্রথমে ২৫ জনের ও পরে ৫৪ জনের কথা বলা হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে। এর আগে গাজার খান ইউনিস ও রাফাহ এলাকায় অবিরাম বোমা হামলার খবর পাওয়া গেছে।

গাজার একটি মেডিক্যাল সূত্র আরও জানিয়েছে, রাফাহ ও খান ইউনিসের বাড়িগুলোতে চালানো বোমা হামলায় আরও কয়েকশ মানুষ আহত হয়েছেন।

এদিকে, এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা রাতে গাজা উপত্যকায় হামাস সদস্যদের অবস্থান লক্ষ্য করে ২০০টিরও বেশি বোমা ছুড়েছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের হামলার প্রেক্ষিতে গাজায় টানা আট দিনের ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ২৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ১১ হাজার মানুষ। সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে অস্ত্রসহ আটক ২
৩ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫০:৫৯







শ্রীপুরে দুই ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
৩ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৫৬:২৩