ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে সম্মত হামাস
আন্তর্জাতিক ডেস্ক: হামাস জানিয়েছে যে তারা গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ‘অবিলম্বে’ আলোচনা শুরু করতে প্রস্তুত।৫ জুলাই শনিবার সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।প্রতিবেদনে গাজার বেসামরিক কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে, ইসরায়েলের চলমান আক্রমণে একদিনে ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।অপরদিকে হামাসের মিত্র ইসলামিক জিহাদ জানিয়েছে, তারা গাজায় ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির আলোচনার পরিকল্পনা সমর্থন করে, তবে এই প্রক্রিয়া স্থায়ী যুদ্ধবিরতির দিকে পরিচালিত করবে এমন ‘গ্যারান্টি’ থাকতে হবে।অন্যান্য ফিলিস্তিনি দলগুলির সাথে আলোচনা করার পরে এবং সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের আগে এই ঘোষণা আসে, যেখানে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের অবসানের জন্য জোর দিচ্ছেন।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৫৭ হাজার ২৬৮ জন নিহত এবং ১ লাখ ৩৫ হাজার ৬২৫ জন আহত হয়েছে।