• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৬:২৫:১৯ (18-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৬:২৫:১৯ (18-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙ্গুনিয়ায় ৩০০ শিক্ষার্থী পেল জিনিয়াস বৃত্তি পুরস্কার

৪ মে ২০২৪ রাত ০৮:০৮:০৯

রাঙ্গুনিয়ায় ৩০০ শিক্ষার্থী পেল জিনিয়াস বৃত্তি পুরস্কার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় মাধ্যমিক শিক্ষকদের সংগঠন দ্যা জিনিয়াস ক্লাবের পরিচালনায় জিনিয়াস বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও ইদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

৪ মে শনিবার বিকালে অ্যাডভোকেট নুরুচ্ছাফা তালুকদার পৌর অডিটোরিয়ামে ক্লাবের সভাপতি মো. জাবেদ হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার। বিশেষ অতিথি ছিলেন, আদর্শ বহুমুখী পাইলট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি জিগারুল ইসলাম জিগার।

ক্লাবটির সাধারণ সম্পাদক মো. আবু সায়েমের সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য দেন, রাজানগর আরএবিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুন্নবী, পোমরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম টিপু, খুরুশিয়া দ্বারিকোপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইদ্রিস, হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল বড়ুয়া, সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বৈদ্য ও রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম।

এছাড়াও বক্তব্য দেন, ক্লাবের প্রেসিডিয়াম সদস্য মো. বেলাল হোসেন, মো. ওমর ফারুক, শিক্ষক আবদুল আজিজ, তারেক হোসেন, মো. মোসলেম উদ্দিন, মো. শওকত হোসেনসহ মো. শাহ আলম প্রমুখ।

শেষে বৃত্তিপ্রাপ্ত তিন শত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। এরআগে ১৫ জন শিক্ষককে জিনিয়াস অব দ্যা ইয়ার সম্মাননা দেওয়া হয়। রাতে ইদ পুনর্মিলনী উপলক্ষ্যে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ