• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ দুপুর ১২:৩০:০৪ (18-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ দুপুর ১২:৩০:০৪ (18-May-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

কানাডায় শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ডের দায়ে গ্রেফতার ৩ ভারতীয়

৪ মে ২০২৪ সকাল ১০:০৪:০০

কানাডায় শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ডের দায়ে গ্রেফতার ৩ ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক: শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিন ভারতীয়কে গ্রেফতার করেছে কানাডা পুলিশ। দেশটির অ্যালবার্টা প্রদেশের এডমন্টন শহর থেকে তাদের গ্রেফতার করা হয়। ৩ মে শুক্রবার এমনটি জানিয়েছেন কানাডার পুলিশ।

গ্রেফতার তিন ব্যক্তি হলেন করণ ব্রার (২২), কমল প্রিত সিং (২২) ও করণ প্রিত সিং (২৮)। তারা সবাই এডমন্টন শহরের বাসিন্দা। আদালতের নথিপত্র অনুযায়ী, তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

২০২৩ সালের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারেতে খুন হন নিজ্জর। এই হত্যাকাণ্ড নিয়ে তোলপাড় শুরু হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত বলে অভিযোগ করে কানাডা। যদিও ভারতের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়।

শুক্রবার কানাডার একাধিক প্রদেশে তল্লাশি অভিযান চালায় পুলিশ। এই অভিযানেই গ্রেফতার হন সন্দেহভাজন ব্যক্তিরা। পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিরা হিট স্কোয়াডের সঙ্গে যুক্ত ছিল। তারা গুলি চালানো, গাড়ি চালানো, নজরদারির কাজ করেছে বলে সন্দেহ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে
১৮ মে ২০২৪ দুপুর ১২:০৪:০৯