• ঢাকা
  • |
  • রবিবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২ রাত ১০:৫০:৩২ (18-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২ রাত ১০:৫০:৩২ (18-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

পূবাইলে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

১৮ মে ২০২৫ সন্ধ্যা ০৬:৩১:২০

পূবাইলে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

পূবাইল পশ্চিম (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

১৭ মে শনিবার সকাল ১১টার দিকে মহানগরের ৪১ নম্বর ওয়ার্ডের বসুগাঁও ক্লাব এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর দুপুর ১২টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাইম বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ