প্রযুক্তি ডেস্ক: বর্তমানে আমাদের তথ্য আদান-প্রদানে প্রধান মাধ্যম ইন্টারনেট। স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করে সহজেই মেসেজিং প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সহজেই আমরা তথ্য আদান-প্রদান করি। অনকে সময় অজান্তেই গুরুত্বপূর্ণ ও ব্যক্তিগত অনেক তথ্য উন্মুক্ত হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। ইন্টারনেট আমাদের জীবনকে সহজ করলেও অসাবধানতার কারনে হতে পারে ব্যক্তিগত তথ্য চুরি ও ফাঁস।
জনপ্রিয় ইনস্ট্যান্ট অডিও-ভিডিও কল ও মেসেজিং অ্যাপ ইমো এবার সে বিষয়টিকে মাথায় রেখেই এনেছে ৬ টি নতুন সুরক্ষা ফিচার। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিতে ইমো নিয়ে এসেছে বেশ কয়েকটি সিকিউরিটি ফিচার।
এর মধ্যে রয়েছে,
ডিসঅ্যাপিয়ারিং মেসেজ: এর মাধ্যমে নির্দিষ্ট সময় পর ব্যক্তিগত মেসেজগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। ইমোতে এ ফিচার চালু করলে মেসেজ আদান-প্রদানের পর একটি নির্দিষ্ট সময় পর্যন্তই মেসেজগুলো দেখা যায়, পরে তা এমনিতেই মুছে যায়।
সিক্রেটচ্যাট: সিক্রেটচ্যাটের মাধ্যমে গোপনে চ্যাচ করা যায়, ফলে চ্যাট উইন্ডো থেকে বের হয়ে যাওয়া মাত্রই সম্পূর্ণ উইন্ডোই মুছে যায়। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় এ ফিচার হতে পারে কার্যকরী সমাধান।
টাইম মেশিন: এর মাধ্যমে চাইলেই যেকোনো কথোপকথন চ্যাট হিস্ট্রি থেকে ডিলিট করা যায়। এতে নিজের ব্যক্তিগত তথ্যের ঝুকি থাকে না।
ব্লক স্ক্রিনশট ফর কলস: অযাচিত স্ক্রিনশচের কারনে ইদানিং অনেক তথ্যই ফাস হচ্ছে। সম্প্রতি ইমোতে চালু হয়েছে ব্লক স্ক্রিনশট ফর কল। এর মাধ্যমে ভিডিও কল চলাকালীন স্ক্রিনশট নেয়া বন্ধ করা যায়।
রফ্রেন্ড রিকোয়েস্ট: অপরিচিতদের থেকে কল/মেসেজে সুরক্ষায় এটি খুবই কার্যকর। ফ্রেন্ড রিকোয়েস্ট ব্যবহার করে একসেপ্ট না করা পর্যন্ত অপরিচিত কেউ কল বা মেসেজ করতে পারবে না।
সিম কার্ড বাইন্ডিং: সিম কার্ড বাইন্ডিংয়ের মাধ্যমে ইমো নিজের ফোনের সিম কার্ডের সাথে ইমো অ্যাকাউন্টটি লিংকড করা যায়। এতে শুধুমাত্র ডেডিকেটেড সিম কার্ডযুক্ত ডিভাইস ছাড়া অ্যাকাউন্টটি ব্যবহার করা যায় না।
এ ধরনের ফিচার বিশ্বে প্রথমবারের মতো চালু করেছে ইমো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available