• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ দুপুর ০২:১০:৪০ (27-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ দুপুর ০২:১০:৪০ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

এশিয়ান টিভিতে সংবাদ প্রকাশের পর হুইল চেয়ার পেল প্রতিবন্ধী সুমাইয়া

রংপুর ব্যুরো: এশিয়ান টেলিভিশনে সংবাদ প্রচার হওয়ায় দুটি হুইল চেয়ার উপহার পেয়েছেন দিনাজপুরের প্রতিবন্ধি সুমাইয়া।২৭ মার্চ বুধবার দুপুরে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে প্রতিবন্ধী সুমাইয়ার বাড়িতে গিয়ে হুইল চেয়ারটি উপহার দেন মানবিক যুব ফাউন্ডেশন বাংলাদেশের সদস্যরা। এতে প্রধান অতিথি ছিলেন এশিয়ান টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও রংপুর ব্যুরো চীফ বাদশাহ ওসমানী।হুইল চেয়ার প্রদান শেষে মানবিক যুব ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. বিল্লাল হাসান সুজন বলেন, পঙ্গু আমাদের সমাজের বোঝা নয়, একটু সহযোগিতার হাত বাড়ালেই তাদের মনে শান্তি পায়।সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মো. মোন্নাফ সরকার বলেন, যদি এলাকার বিত্তবানরা এই মানবিক কাজে এগিয়ে আসতে পারেন, তাহলে সমাজে প্রতিবন্ধীদের কেউ আর অবহেলা করতে পারবে না।এ সময় আরও উপস্থিত ছিলেন, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি জাকারিয়া হুসাইন, মাই টিভির প্রতিনিধি মামুনুর রশীদ, ব্যবসায়ী ও সমাজ সেবক মো. শফিক ও মানবিক যুব ফাউন্ডেশন বাংলাদেশের দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মিজান মন্ডল সরদার, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মো. রিয়াজুল ইসলাম রিয়াদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ইসমাঈল হোসেন প্রমুখ।উল্লেখ্য, চলতি মাসের ১ মার্চ ‘মায়ের পিঠে চড়ে এসএসসি পরীক্ষা দিচ্ছেন প্রতিবন্ধী সুমাইয়া’  শিরোনামে এশিয়ান টেলিভিশনে সচিত্র একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশিত হলে সুমাইয়ার ঘটনাটি সবার নজরে আসে। সংবাদটি দেখে পরের দিন (২মার্চ) রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান দিনাজপুর জেলা প্রশাসকে প্রতিবন্ধী সুমাইয়াকে একটি হুইল চেয়ার দেয়ার জন্য নির্দেশ দেন। তাৎক্ষণিক দিনাজপুরের এডিসি জেনারেল ও পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রতিবন্ধী সুমাইয়ার বাড়িতে গিয়ে একটি হুইল চেয়ার দিয়ে আসেন। হুইল চেয়ার পেয়ে আনন্দে আবেগে কেঁদে ফেলেন প্রতিবন্ধি সুমাইয়া ও তার পরিবারের লোকজন।সুমাইয়া জানান, দীর্ঘ ১২ বছর ধরে কষ্ট করে মায়ের পিঠে চড়ে স্কুলে যাতায়াত করছি। এসএসসি পরীক্ষায় অংশ নিলাম কিন্তু সমাজের অনেকে জেনে দেখেও এগিয়ে আসেনি। কেউ সহযোগিতার কোন হাত বাড়াইনি। আজ এশিয়ান টেলিভিশনের সংবাদপ্রকাশ হয় অনেকে আমার পিছনে এসে দাঁড়িয়েছেন। আমি সবাইকে অভিনন্দন জানাই। বিশেষ করে দিনাজপুর জেলা প্রশাসন ও মানবিক যুব ফাউন্ডেশনের ভাইদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা আমাকে একটি করে হুইল চেয়ার দিয়েছেন। তবে হুইল চেয়ারটি মেশিন চালিত হলে আমার জন্য সুবিধা হবে বলে জানান তিনি।