• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:৩১:৫০ (08-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৫শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:৩১:৫০ (08-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

তানোরে প্রতিবন্ধী ব্যক্তিদের বনভোজন ও কমিটি গঠন

১০ মার্চ ২০২৪ সকাল ০৮:০৮:৩০

তানোরে প্রতিবন্ধী ব্যক্তিদের বনভোজন ও কমিটি গঠন

তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরে প্রতিবন্ধী ব্যক্তিদের বনভোজন ও স্বচ্ছ প্রতিবন্ধী সংস্থার উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

৯ মার্চ শনিবার দুপুরের দিকে শিবনদের বিলকুমারী বিলের বাঁধে অনুষ্ঠিত বনভোজন অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।

তরঙ্গ প্রতিবন্ধী সংস্থার সহযোগিতায় ও স্বচ্ছ প্রতিবন্ধী সংস্থার আয়োজনে অনুষ্ঠানে ‘স্বচ্ছ প্রতিবন্ধী সংস্থা’র আহবায়ক সিনিয়র সাংবাদিক ইমরান হোসাইন সভাপতিত্ব করেন।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন তানোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিব সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, মডেল প্রেসক্লাবের সভাপতি আলিফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর ও যুগ্ন সম্পাদক সারোয়ার হোসেন প্রমুখ।

পরে সর্বসম্মতিক্রমে স্বচ্ছ প্রতিবন্ধী সংস্থার সভাপতি পদে নির্বাচিত হন ইমরান হোসাইন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন আমেনা খাতুন।

এছাড়াও উক্ত কমিটির ক্যাশিয়ার পদে আইয়ুব আলী এবং সাংগঠনিক সম্পাদক পদে রুফিয়া খাতুনকে মনোনীত করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। সংস্থাটিতে ১২১ জন সদস্য রয়েছেন।

এ সময় দুই সংস্থার কয়েকশ প্রতিবন্ধী সদস্য উপস্থিত ছিলেন। বক্তারা প্রতিবন্ধীদের অধিকার যাতে কোনভাবেই খর্ব না হয় সে ব্যাপারে গুরুত্বারূপ করেন ও মতামত ব্যক্ত করেন।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ