• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৯:০১:৫৭ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৯:০১:৫৭ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

খেলা

নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ক্রিকেটে ফিরলেন নাসির

৭ এপ্রিল ২০২৫ সকাল ১১:২৫:০৮

নিষেধাজ্ঞা কাটিয়ে  আবারও  ক্রিকেটে ফিরলেন নাসির

স্পোর্টস ডেস্ক: ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে তথ্য গোপন করে আইসিসির নিষেধাজ্ঞায় পড়েছিলেন নাসির হোসেন। সেই কালো অধ্যায় শেষে আবারও ক্রিকেটে ফিরেছেন এই অলরাউন্ডার। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে মাঠের ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে তার।

৭ এপ্রিল সোমবার ডিপিএলে গাজি গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হচ্ছে রূপগঞ্জ টাইগার্স। এই ম্যাচে রুপগঞ্জের একাদশে রয়েছে নাসির।

এর আগে ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে একটি আইফোন উপহার নেন নাসির। কিন্তু সেই তথ্য তিনি গোপন করেন। আর তথ্য গোপন করায় তাকে নিয়ে তদন্ত করে আইসিসি। শেষ পর্যন্ত সেই অপরাধ নাসির স্বীকার করে নেন।

তথ্য গোপন করে আইসিসির নিয়ম ভাঙায় নাসিরকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। যেখানে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। শাস্তির শর্ত পুরণ করায় গতকাল থেকে নাসিরের ওপর থাকা নিষেধাজ্ঞা শেষ হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ