কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে এলজিইডি বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২৯ এপ্রিল মঙ্গলবার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নে দুদক কুমিল্লার সহকারি পরিচালক মো. তারিকুর রহমানের নেতৃত্বে একটি তদন্ত দল অভিযানে যায়। এ সময় তারা কাশিনগর ইউনিয়নের যাত্রাপুর-পারুয়ারা সড়কের দুই দশমিক তিন কিলোমিটার সড়ক পরিদর্শন করেন এবং বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন। এগুলো যাচাই বাচাই করে কমিশনে পাঠানো হবে বলে জানান তদন্তকারী দল।
উল্লেখ্য যাত্রাপুর থেকে শ্রীপুর ইউনিয়নের পারুয়ারা পর্যন্ত ২৩০০ মিটার সড়ক পুনর্বাসন করার জন্য ১ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার ৮১৯ টাকা চুক্তিতে টেন্ডার পায় মুন্সীরহাট ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সুমন পাটোয়ারীর প্রতিষ্ঠান মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজ।
এ সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করেছেন এলাকাবাসী। ঠিকাদার সুমন পাটোয়ারী ক্ষমতার দাপট দেখিয়ে কোনো কিছুর তোয়াক্কা করেননি। সরকার পতনের পর ঠিকাদারি প্রতিষ্ঠান দীর্ঘ ৫ মাস কাজ বন্ধ রাখার পর সম্প্রতি তিনি কিছু নেতাকে ম্যানেজ করে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ওই সড়ক নির্মাণ কাজ করেন। এমন অভিযোগ ও সংবাদে অভিযান চালায় দুদক কুমিল্লা কার্যালয়।
দুদক কুমিল্লার সহকারি পরিচালক মো. তারিকুর রহমান জানান, সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে এমন অভিযোগে অভিযানে আসি। আমরা যাত্রাপুর-পারুয়ারা সড়কের দুই দশমিক তিন কিলোমিটার সড়ক পরিদর্শন করি। সেখানে থেকে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করি। এ কাজের যাবতীয় তথ্য সংগ্রহ ও স্থানীয়দের সাথে কথা বলেছি। সব মিলিয়ে আমরা যা পেয়েছি ও দেখেছি সব কিছু কমিশনকে জানাবো। পরবর্তীতে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available