স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে স্থান পেয়েছেন বাংলাদেশের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ২০২২ সালে ব্যাট বল হাতে দারুণ পারফরমেন্সের ভিত্তিতে তিনি এই জায়গায় স্থান করে নিয়েছেন।
গেল বছর বল হাতে মিরাজ পেয়েছেন ২৪ উইকেট। পাশাপাশি ব্যাটিংয়ে এক সেঞ্চুরি ও এক ফিফটিসহ করেছেন ৩৩০ রান।
মিরাজ ছাড়া আইসিসি ঘোষিত এই ওয়ানডে একাদশে বাংলাদেশের আর কেউই জায়গা পাননি। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ, ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দুইজন করে। আর পাকিস্তান ও জিম্বাবুয়ে থেকে একজন করে ক্রিকেটার সুযোগ পেয়েছেন এতে।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে আছেন- বাবর আজম (অধিনায়ক), ট্র্যাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম (উইকেটকিপার), সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জাম্পা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available