• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ দুপুর ১২:১৬:০৪ (13-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ দুপুর ১২:১৬:০৪ (13-May-2025)
  • - ৩৩° সে:

খেলা

এবারের বিসিবির চুক্তিতে আছেন যে ২১ ক্রিকেটার

২১ জানুয়ারী ২০২৩ বিকাল ০৫:৫৪:১২

এবারের বিসিবির চুক্তিতে আছেন যে ২১ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : ২০২৩ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২১ জানুযারি শনিবার এক বিবৃতি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি।

তিন ফরমেটে এবারের কেন্দ্রীয় চুক্তিতে স্থান পেয়েছে ২১ জন ক্রিকেটার। প্রথমবারের মতো এই চুক্তিতে স্থান পেয়েছেন সিলেটের ক্রিকেটার জাকির হাসান। তিনি রয়েছেন টেস্টের চুক্তিতে।

এদিকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ইয়াসির রাব্বি, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম এবং নাইম শেখ।

কেন্দ্রীয় চুক্তিতে তিন ফরমেটে স্থান পেয়েছেন ৪ খেলোয়ার। তারা হলেন- সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস ও তাসকিন আহমেদ।

টেস্ট এবং ওয়ানডেতে আছেন তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম।
টেস্ট ও টি-টোয়েন্টিতে আছেন নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহান।
ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ও শরিফুল ইসলাম থাকছেন।

শুধু টেস্টে আছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও জাকির হাসান।
শুধু ওয়ানডেতে মাহমুদউল্লাহ রিয়াদ আছেন।
শুধু টি-টোয়েন্টিতে নাসুম আহমেদ, শেখ মেহেদি, মোসাদ্দেক হোসেন এবং হাসান মাহমুদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ