আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আখাউড়া-কসবা আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূইয়া।
তিনি অভিযোগ করেছেন, যারা বছরের পর বছর জেল খেটেছেন, নির্যাতনের শিকার হয়েছেন এবং আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন- তাদেরকে জেলা কমিটি থেকে বঞ্চিত করা হয়েছে।
১২ মে সোমবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের সড়ক বাজারে আবাসিক হোটেল আল ফারুকের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বিএনপির বহু নেতাকর্মী যারা জেল খেটেছেন, জুলুমের শিকার হয়েছেন, আন্দোলন-সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন তাদেরকে জেলা কিমিটিতে বঞ্চিত করা হয়েছে। ওই কমিটিতে ছাত্রলীগের নেতাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। একই পরিবার থেকে একাধিক লোককে কমিটিতে পদ দেওয়া হয়েছে।
কিন্তু আমি কখনও দলের বিরুদ্ধে অবস্থান নেইনি। যেহেতু কেন্দ্র থেকে জেলা কমিটিকে অনুমোদন দিয়েছে তাই আমি এই কমিটিকে সমর্থন করছি। তিনি নেতাকর্মীদের ধৈর্য্য ধরার আহবান জানান।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল ১৫১ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির কমিটি অনুমোদন দিয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটি। কবীর আহমেদ ভূইয়া আরও বলেন, আখাউড়া একটি গুরুত্বপূর্ণ এলাকা। ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন প্রয়োজনে বহু লোকজন আখাউড়ায় আসেন। এখানে ভালো মানের একটি আবাসিক হোটেলের প্রয়োজন ছিল। হোটেল আল ফারুক মানুষের সেই প্রত্যাশ্যা পূরণ করবে বলে আশা করি। তিনি হোটেলটির সফলতা কামনা করেন।
এর আগে অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে হোটেলের উদ্বোধন করেন কবীর আহমেদ ভূইয়া। উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দুর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূইয়া, বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি মো. মহসীন ভূইয়া, উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা সৈয়দ শাহ আমান উল্লাহ, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. তপু লস্কর, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম স্বপন, সমাজ সেবক ফজলুর রহমান, হোটেল আল ফারুকের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, পৌর শহরের আদর আলী কমপ্লেক্সের ৪র্থ তলায় বিশাল স্পেস নিয়ে আবাসিক হোটেল আল ফারুক কার্যক্রম শুরু করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available