নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গফফারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে অবিলম্বে তার অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১২ মে সোমবার সকাল ১০টায় সদর হাসপাতালের সামনে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল-ক্লিনিক এন্ড ডায়গনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন ও ড্রাগ সমিতি জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল-ক্লিনিক এন্ড ডায়গনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন নড়াইল জেলা শাখার সভাপতি বিদ্যুৎ সান্ন্যালের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এসএম সাজ্জাদ রহমান, সাবেক সভাপতি তরিকুল ইসলাম তরিক, সরোয়ার হোসেন, মো. সোহেল রানা, কামরুল বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে সরকার ডা. আব্দুল গফফারকে জেলা সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ দান করলেও তিনি সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছেন। ফলে হাসপাতালে আগত রোগীরা বিশেষ করে অসহায়, দুঃস্থ ও গরিব মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। খাদ্য সরবরাহের ঠিকদারের সাথে গোপন আঁতাতের কারণে ভর্তি রোগীদের মানসম্মত খাবারের পরিবর্তে নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে।
এ ব্যাপারে হাসপাতলের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল গফফার জানান, তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। তিনি কোনো অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত নন। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক দালালদের হাসপাতালে ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করার পর ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের স্বার্থের ব্যাঘাত ঘটায় তার বিরুদ্ধে অপতৎপরতা ও নানা ষড়যন্ত্র শুরু হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available