জিয়ানলুকা ভিয়াল্লি
স্পোর্টস ডেস্ক : ইতালির সাবেক অধিনায়ক কিংবদন্তি ফুটবলার জিয়ানলুকা ভিয়াল্লি আর নেই। ৬ জানুয়ারি শুক্রবার তিনি ফুটবলপ্রেমীদের কাঁদিয়ে না-ফেরার দেশে পাড়ি জমান।
ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের মৃত্যুর শোক না কাটতেই আরেক কিংবদন্তিকে হারাল ফুটবল বিশ্ব। প্রায় ৫ বছর ক্যানসারের সঙ্গে লড়াই করে ৫৮ বছর বয়সে মারা গেছেন এই ফুটবলার।
২০১৭ সালে জিয়ানলুকা ভিয়াল্লির শরীরে প্রথম ক্যান্সার ধরা পড়ে। এরপর বেশ কিছুদিন চিকিৎসা নিয়ে সেরে উঠেন তিনি। কিন্তু ২০২১ সালে তার শরীরে আবারও ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি।
শুক্রবার এক বিবৃতিতে তার পরিবার জানিয়েছে, পরিবারের সবার মাঝে থেকেই ভিয়াল্লি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পাঁচ বছর ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন তিনি।
জিয়ানলুকা ভিয়াল্লি ইতালির হয়ে ৫৯ ম্যাচে করেছেন ১৬টি গোল। দেশের হয়ে ১৯৮৬, ১৯৯০ বিশ্বকাপে খেলেছেন তিনি। ইতালি জাতীয় দলে রবার্তো মানসিনির কোচিং টিমেও ছিলেন ভিয়ালি।
জিয়ানলুকা ভিয়াল্লির নৈপুণ্যে ১৯৯০-৯১ মৌসুমে প্রথমবারের মতো সিরি ‘আ’ শিরোপা জিতেছিল সাম্পদোরিয়া। পরে ১৯৯২ সালে ১২ দশমিক ৫ মিলিয়ন ইউরোয় জুভেন্টাসে নাম লেখান তিনি। সে সময় এটাই ছিল দলবদলে বিশ্বরেকর্ড। পরে জুভেন্টাসের হয়ে অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়নস লিগও জিতেন তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available