• ঢাকা
  • |
  • বুধবার ২২শে শ্রাবণ ১৪৩২ সন্ধ্যা ০৬:২২:২২ (06-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২২শে শ্রাবণ ১৪৩২ সন্ধ্যা ০৬:২২:২২ (06-Aug-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে: জামায়াত

৬ আগস্ট ২০২৫ দুপুর ০২:৪৩:২৪

নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে: জামায়াত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে বলে দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনকে ইতিবাচক হিসেবে দেখছে সংগঠনটি।

৬ আগস্ট বুধবার জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের। দলটির মগবাজার আল ফালাহ মিলনায়তনে এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রকে সংবিধানে আইনের ভিত্তি দিতে হবে এবং সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে।

তাহের বলেন, বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে। যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতেন, এটা ভালো হত।

জামায়াতের এই নেতা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনকে ইতিবাচকভাবে দেখছে জামায়াত। জামায়াত আমির আগেই বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে রমজানের আগে হতে হবে। প্রধান উপদেষ্টা সেই একইভাবে ঘোষণা দিয়েছেন। এটা ইতিবাচক। প্রধান উপদেষ্টারও কমিটমেন্ট।

পিআরপদ্ধতিতে অনড় কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মনে করি, পিআর পদ্ধতি সুষ্ঠু নির্বাচনের জন্য মাইলফলক। ৫৪ বছরের আগের ট্র‍্যাডিশনাল নির্বাচন দেশের জন্য উপযোগী নয়। রাতে ভোটকেন্দ্র দখল এগুলো আগের ঐতিহ্য।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








একযোগে ৭৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
৬ আগস্ট ২০২৫ বিকাল ০৩:১৯:৩১

নাটোরে বিএনপির আয়োজনে বিজয় র‍্যালি
৬ আগস্ট ২০২৫ দুপুর ০২:৪৯:২৪