টাঙ্গাইলে ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।১২ ডিসেম্বর শুক্রবার রাতে শহরের পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নিরালা মোড় অতিক্রম করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।বিক্ষোভে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবীব মাসুদ।এসময় উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মাজহারুল ইসলাম, শহর আমীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।