বগুড়া-৬ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
স্টাফ রিপোর্টার, বগুড়া : বগুড়া-৬ সদর সংসদীয় আসনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বগুড়া শহর জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে তিনি বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিমের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন।এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইন, অধ্যাপক মাওলানা আব্দুল হালিম বেগ, বগুড়া-৬ আসনের পরিচালক ও শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুর রাজ্জাক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সভাপতি আজগর আলী, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম, আইন সম্পাদক অ্যাডভোকেট শাহীন মিয়া, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, শহর ছাত্রশিবিরের সভাপতি খন্দকার হাবিবুল্লাহ, সেক্রেটারি শফিকুল ইসলামসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, দেশের মানুষ একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বগুড়া-৬ সদর আসনের ভোটাররা ন্যায়বিচার, সুশাসন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির পক্ষে তাদের রায় প্রদান করবেন। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই এই আসনে বিজয় অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।তিনি নির্বাচনে সমান সুযোগ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনে সন্তোষ প্রকাশ করেন এবং তাকে স্বাগত জানান।