• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই পৌষ ১৪৩২ দুপুর ০১:৪৯:০৯ (28-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

জামায়াতকে কর্মসূচি পরিবর্তনের আহ্বান ডাকসুর

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ জানুয়ারি রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। একই দিনে গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের দুর্ভোগ এড়াতে জামায়াতের সমাবেশের সূচি পরিবর্তনের আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।২৭ ডিসেম্বর শনিবার এক খোলা চিঠিতে এ আহ্বান জানায় ডাকসু।চিঠিতে বলা হয়, ৩ জানুয়ারি দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে লক্ষাধিক শিক্ষার্থী অংশ নেবেন। অথচ একই দিন দুপুর ১২টায় জামায়াত মহাসমাবেশের ডাক দিয়েছে, যা রাজধানীজুড়ে যানজট সৃষ্টি করে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণে বাধা সৃষ্টি করতে পারে।চিঠিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি ওসমান হাদির কবর জিয়ারত করতে তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট যানজটে শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়। রাজনৈতিক কর্মসূচির কারণে এর আগেও ঢাবির এ’ ইউনিট পরীক্ষায় বহু শিক্ষার্থীর স্বপ্ন ভেঙে গেছে বলে উল্লেখ করে ডাকসু।ডাকসু জানায়, শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গের কারণ না হয়ে তাদের স্বপ্ন গড়ার সহযোগী হতে জামায়াতের প্রতি আহ্বান জানানো হচ্ছে। শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে সমাবেশের সূচি পরিবর্তনের অনুরোধ করা হয়।