স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গ্রেনেড নিক্ষেপ ও বোমা বিস্ফোরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সীমান্তে আর বাহাদুরি সহ্য করব না। আমাদের ভাইদের ওপর যদি আর একটাও আগ্রাসন হয়, তাহলে আমরা সীমান্ত অভিমুখে লং মার্চ ঘোষণা করবো। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করবো।
৬ জুলাই রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ কলেজ চত্বরে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের পর আমরা নতুন বাংলাদেশ চেয়েছি। গণহত্যার বিচার চেয়েছি, চেয়েছি জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের স্বীকৃতি।
চাঁপাইনবাবগঞ্জের মানুষের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এখানে কর্মসংস্থান নেই, মানুষ শিক্ষা ও চিকিৎসায় অবহেলার শিকার। এই বৈষম্য দূর করতে হবে। আম ও রেশমের জন্য এই জেলা বিখ্যাত হলেও সেগুলোকে বিশ্ব-দরবারে তুলে ধরতে কোনো সরকার উদ্যোগ নেয়নি।
সকালে এনসিপির গাড়িবহর নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। শহরের শান্তি মোড় থেকে শুরু হয় পদযাত্রা, পরে কলেজ চত্বরে এসে পথসভায় মিলিত হন নেতাকর্মীরা। এছাড়া ক্লাব সুপার মার্কেট এলাকায় এনসিপির জেলা কার্যালয়েরও উদ্বোধন করা হয়।
পথসভায় আরও উপস্থিত ছিলেন- দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশিরসহ শতাধিক কেন্দ্রীয় নেতা।
সভা শেষে এনসিপির গাড়িবহর রাজশাহীর উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ ত্যাগ করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available