• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ দুপুর ০১:০৭:১০ (25-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ দুপুর ০১:০৭:১০ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

রাজনীতি

পাঁচ মাস পর জামিনে মুক্ত হয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী

২৫ এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৬:৩২:২৭

পাঁচ মাস পর জামিনে মুক্ত হয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: দীর্ঘ প্রায় পাঁচ মাস পর কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আর কোন মামলায় আটকাদেশ না থাকায় ২৫ এপ্রিল মঙ্গলবার বিকেল ৪টা ৬ মিনিটে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়ে তিনি ব্যক্তিগত গাড়িতে করে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে যাত্রা করেন।

সর্বশেষ গোপালগঞ্জে করা একটি মানহানির মামলায় গত মঙ্গলবার গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। এ নিয়ে প্রায় অর্ধশতাধিক মামলার সবক’টিতেই জামিন পান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ।

জেলগেটে রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে স্বাগত জানান তার স্ত্রী আরজুমান আরা বেগম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুব বিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েশ’ নেতাকর্মী।

গত মঙ্গলবার গোপালগঞ্জ থেকে জামিন নামার আদেশের কপি ই-মেইলের মাধ্যমে কারাগারে পাঠানো হলে মূল কপি কারাগারে এসে না পৌঁছায় তাকে কারাগার থেকে মুক্তি দেয়নি কারা কর্তৃপক্ষ।

এর আগে, বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই দিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে চার শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। সেদিন রুহুল কবির রিজভীকেও আটক করে কারাগারে নেওয়া হয়। পরে তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






শৈলকুপায় ইসতিসকার নামাজ আদায়
২৫ এপ্রিল ২০২৪ দুপুর ১২:৪৩:১২


বড়াইগ্রামে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত
২৫ এপ্রিল ২০২৪ দুপুর ১২:৩০:৪২

শপথ নিলেন আপিল বিভাগের নতুন ৩ বিচারপতি
২৫ এপ্রিল ২০২৪ দুপুর ১২:২৬:৫৬