• ঢাকা
  • |
  • রবিবার ১১ই জ্যৈষ্ঠ ১৪৩২ বিকাল ০৪:৪৪:৫১ (25-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১১ই জ্যৈষ্ঠ ১৪৩২ বিকাল ০৪:৪৪:৫১ (25-May-2025)
  • - ৩৩° সে:

সংগঠন

বাকৃবিতে গ্রীন ভয়েসের নেতৃত্বে শিহাব ও তাসকিয়া

২৫ মে ২০২৫ সকাল ০৯:২১:৫৮

বাকৃবিতে গ্রীন ভয়েসের নেতৃত্বে শিহাব ও তাসকিয়া

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখায় পরিবেশ বিষয়ক সংগঠন গ্রীন ভয়েসের ২০২৫ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে কৃষি অনুষদের শিক্ষার্থী ইফরান ইউসুফ শিহাব সভাপতি এবং মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী তাসকিয়া খাতুন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

২৪ মে শনিবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স হলে গ্রীন ভয়েসের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর-২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে  বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক ৩৫ সদস্যবিশিষ্ট কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। এছাড়া বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সাধারণ সম্পাদক মো. আলমগীর কবিরও উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে মো. জিল্লুর রহমান সম্রাট, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুন নাহার লাকা মনি, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ নাফিসা রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক লামইয়া ইসলাম, দপ্তর সম্পাদক মাইমুনা তাবাসসুম, সাংস্কৃতিক সম্পাদক দীপান্বিতা রায় পৃথা, ক্রীড়া সম্পাদক সানজিদা আক্তার তুফা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহমুদা মনোয়ার লরিন, আপ্যায়ন সম্পাদক মোছা মাহমুদা খাতুন সাদিয়া, সমাজকল্যাণ সম্পাদক শিবু মজুমদার, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক অপ্সরী ওয়াসিম, শিক্ষা ও গবেষণা সম্পাদক কে এম আসিফ আল রেহমান সাম্য এবং কার্যনির্বাহী সদস্য আমেনা আক্তার প্রমুখ রয়েছেন। নতুন কমিটির পাশাপাশি সংগঠনের জন্য ১৫ জন শিক্ষক উপদেষ্টা এবং ১২ জন ছাত্র উপদেষ্টা মনোনীত হয়েছেন।

এ সময় বক্তারা শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বাস্তব উদ্যোগ গ্রহণের আহবান জানান। নতুন নেতৃত্বের মাধ্যমে গ্রীন ভয়েস আরও কার্যকরভাবে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সবাই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ