• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই শ্রাবণ ১৪৩২ রাত ০৯:২৮:০৭ (29-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই শ্রাবণ ১৪৩২ রাত ০৯:২৮:০৭ (29-Jul-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শ্রীপুরে ৬ ডাকাত গ্রেফতার

২৯ জুলাই ২০২৫ দুপুর ০১:১৮:০৮

শ্রীপুরে ৬ ডাকাত গ্রেফতার

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে একটি পাইপ কারখানায় ডাকাতির সময় পুলিশ ও স্থানীয় জনতা ধাওয়া করে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে।

২৮ জুলাই সোমবার রাত পৌনে ১১টার দিকে বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামের মাওনা-বরমী আঞ্চলিক সড়কের  পিপিএস নামক পাইপ এন্ড প্লাস্টিক কারখানায়।

৯ থেকে ১০ জনের ডাকাত দল একটি ট্রাক নিয়ে ওই কারখানায় ডাকাতি করতে যায়। ৩-৪ জন ডাকাত ট্রাক নিয়ে নিরাপদ স্থানে অবস্থান করে। বাকী ছয় ডাকাত কারখানার গেইট টপকে ভেতরে প্রবেশ করে, নিরাপত্তা প্রহরী মকুবল হোসেনকে হাত-পা বেঁধে মারপিট করে ফেলে রাখে। স্থানীয়রা এসে পড়লে ডাকাতরা পালিয়ে যেতে চেষ্টা করে। পুলিশ এসে স্থানীয়দের নিয়ে ধাওয়া করে ছয় ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।

রাত ১২টার দিকে পুলিশ আহত ছয় ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত  সোহেল ও এমদাদুলকে  গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক জানান, ওই কারখানাটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ডাকাতরা কারখানার যন্ত্রপাতি লুট করতে এসে ছিল। খবর পেয়ে আমিসহ পুলিশের একাধিক টহল দল ঘটনাস্থলে পৌঁছে।  ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ স্থানীয় জনতার সহায়তায় ছয় ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





একুশে পদকের মনোনয়ন প্রস্তাব আহ্বান
২৯ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৫৫:৩০