• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:১৭:৩২ (13-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:১৭:৩২ (13-May-2025)
  • - ৩৩° সে:

সংগঠন

জেসিআই ঢাকা সাউথের জেনারেল মেম্বারস মিটিং অনুষ্ঠিত

২৩ ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৪:০৮:২০

জেসিআই ঢাকা সাউথের জেনারেল মেম্বারস মিটিং অনুষ্ঠিত

জেসিআই ঢাকা সাউথের জেনারেল মেম্বারস মিটিং অনুষ্ঠিত

নিউজ ডেস্ক : অনুষ্ঠিত হয়ে গেল জেসিআই ঢাকা সাউথের জেনারেল মেম্বারস মিটিং (জি.এম.এম)। সম্প্রতি ঢাকার বোট ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা পরিচালনার দায়িত্ব পালন করেন লোকাল প্রেসিডেন্ট এমডি ইকবাল ইলাহি খান।

এসময় নতুন কমিটির সদস্যগণের মধ্যে উপস্থিত ছিলেন আইপিএলপি স্টিভ বেনেবিকট্ ডিসিল্ভা, সেক্রেটারি জেনারেল সারা ফারিহা, জেনারেল লিগাল কাউন্সিল খন্দকার রাজীব হাসান এবং কোষাধ্যক্ষ আনিকা তাসনিম।

এছাড়াও ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজি ফাহাদ, আমন্ত্রিত অতিথি জেসিআই ঢাকা পাইওনিয়ারের লোকাল প্রেসিডেন্ট আল শাহরিয়ার এবং অন্যান্য সাধারণ সদস্যদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়।

সভায় এ বছরের সমাজ কল্যাণমূলক কর্মসূচি এবং বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জেসিআই একটি নন-প্রফিট ইন্টারন্যাশনাল এবং নন-গভারমেনটাল  যুব সংগঠন যার সদস্যদের বয়স সীমা ১৮ থেকে ৪০। এই সংস্থাটি সারা বিশ্বে সমাজকল্যাণমূলক এবং সক্রিয় নাগরিক গড়ে তোলার কার্যক্রম করে থাকে।  জেসিয়াই বাংলাদেশ এরই এক বর্ধিত অংশ এবং ৩৬টি চ্যাপ্টার এর সমন্বয়ে গঠিত। যার মধ্যে জেসিআই ঢাকা সাউথ একটি অন্যতম চ্যাপ্টার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ