নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর চিলাহাটি থেকে দিবাকালিন চিলাহাটি এক্সপ্রেসেরর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪ জুন রোববার সকাল সাড়ে দশটায় ভার্চুয়ালী যুক্ত থেকে এ অঞ্চলের দীর্ঘদিনের প্রত্যাশিত এই রেল সেবার উদ্বোধন করেন তিনি। চিলাহাটি প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রী নূরুল ইসালাম সুজন।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আসাদুজ্জামান নূর এমপি, আফতাব উদ্দিন সরকার এমপি , সংরক্ষিত সদস্য রাবেয়া আলিম এমপি, বিভাগীয় ও জেলা প্রশাসন, রেঞ্জ ও জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাগণ এবং রেলপথ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাগন।
৮০০ জন যাত্রী নিয়ে চিলাহাটি থেকে শনিবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন সকাল ৬ টায় ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি রওনা হবে।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার রেলকে পুনরুজ্জিবিত করেছে, রেল লাইন সম্প্রসারণ ও নতুন নতুন কোচ এবং লোকোমোটিভ এনে রেলের আওতা বাড়িয়েছে। এর ফলে নিরাপদ এবং স্বাচ্ছন্দে গণপরিবহন হিসেবে ট্রেনে যাতায়াত করতে পারছেন যাত্রীরা। আগামীতে এশিয়ান রুটে রেল যুক্ত হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। আগামী ৭ জুন থেকে আনুষ্ঠানিক ভাবে চিলাহাটি-ঢাকা রুটে যাত্রী নিয়ে চলাচল শুরু করবে চিলাহাটি এক্সপ্রেস।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available