• ঢাকা
  • |
  • বুধবার ৮ই শ্রাবণ ১৪৩২ রাত ০৯:৫৯:১৬ (23-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৮ই শ্রাবণ ১৪৩২ রাত ০৯:৫৯:১৬ (23-Jul-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

বিমান বিধ্বস্তের ঘটনায় বোনের পর চলে গেল ভাই, প্রাণহানি বেড়ে ৩২

২৩ জুলাই ২০২৫ সকাল ০৮:১১:১৪

বিমান বিধ্বস্তের ঘটনায় বোনের পর চলে গেল ভাই, প্রাণহানি বেড়ে ৩২

নিজস্ব প্রতিবেদক: উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত আরও একজন শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২ জনে।

২২ জুলাই মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে শিশুটি মারা যায়।

নিহত শিশু নাফি (৯) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিল। তার শরীরে প্রায় ১১ শতাংশ পুড়ে গিয়েছিল। তাছাড়া, চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে নাফির বড় বোন নাজিয়া তাবাসসুম নিঝুমও (১৩) মারা যায়।

যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে একজন পাইলট, দুই শিক্ষিকা, ২৬ জন শিশু রয়েছে। এছাড়া, বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১৬৪ জন চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, নিহতদের মধ্যে ৬ জনের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। শনাক্ত না হওয়া মরদেহগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

শনাক্ত না হওয়া মরদেহগুলোর পরিচয় শনাক্তে নিখোজ পরিবারের সদস্যদের মালিবাগ সিআইডি ল্যাবরেটরিতে ডিএনে নমুনা দেয়ার অনুরোধ করেছে মন্ত্রণালয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








বাগেরহাটে ২০ কেজি গাঁজাসহ আটক ৩
২৩ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:২৪