• ঢাকা
  • |
  • বুধবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩২ বিকাল ০৫:৪৭:৩৭ (21-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩২ বিকাল ০৫:৪৭:৩৭ (21-May-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

নরওয়ের স্টেট সেক্রেটারি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন

২১ মে ২০২৫ সকাল ১০:৪২:৩৩

নরওয়ের স্টেট সেক্রেটারি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন

বিশেষ প্রতিনিধি: নরওয়ে সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক স্টেট সেক্রেটারি স্টাইন রেনেট হাইহেইম ২০ মে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশের প্রতি নরওয়ের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে নরওয়ের স্টেট সেক্রেটারি প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের উষ্ণ শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের সাথে নরওয়ের দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আপনি নরওয়ের একজন সুপরিচিত ব্যক্তিত্ব। আপনি দীর্ঘদিন ধরে আমাদের বন্ধু ‘

অধ্যাপক ইউনূস দুই দেশের মধ্যে গভীর এবং ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, ‘নরওয়ে সর্বদা সংকটময় মুহূর্তে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। আমাদের উন্নয়ন যাত্রায় আপনাদের ভূমিকা অনস্বীকার্য।’

হাইহেইম বহুপাক্ষিক সহযোগিতা এবং গণতান্ত্রিক উত্তরণের প্রতি নরওয়ের প্রতিশ্রুতির উপর জোর বলেন, “আমরা এখানে এসেছি বাংলাদেশের গণতন্ত্রায়নের প্রতি আমাদের সমর্থন জানাতে। আপনাদের কাঁধে দায়িত্ব অপরিসীম এবং বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনেক বেশি।”

প্রধান উপদেষ্টা নরওয়েকে মানবিক দিক থেকে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান, বিশেষ করে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর ক্ষেত্রে। তিনি বলেন, ‘এরা প্রকৃত আকাঙ্ক্ষা সম্পন্ন প্রকৃত মানুষ। রোহিঙ্গা সম্প্রদায়ের তরুণদের আশার প্রয়োজন।

বৈঠকে সিনিয়র সচিব এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. মোশাররফ হোসেনও উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








রাজপথ না ছাড়ার নির্দেশ ইশরাকের
২১ মে ২০২৫ বিকাল ০৩:৩৩:২৭