• ঢাকা
  • |
  • বুধবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩২ রাত ০৯:৫৬:১০ (21-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩২ রাত ০৯:৫৬:১০ (21-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

আত্মহত্যা নয় ইতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন: মাভাবিপ্রবি ভিসি

২১ মে ২০২৫ বিকাল ০৪:১৪:৫৯

আত্মহত্যা নয় ইতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন: মাভাবিপ্রবি ভিসি

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, সম্প্রতি সময়ে বেশ কিছু ছেলে মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। সেই মুহূর্তে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনমূলক সেমিনার অনুষ্ঠান হচ্ছে ।

তিনি বলেন আমরা এমন একটা সময় বাস করছি স্বাস্থ্য সুরক্ষার জন্য কিছু অন্তরায় মানুষ হতাশ। পারিপার্শ্বিকের কারণে, পড়াশুনার কারণে, দারিদ্রতার কারণে এবং রিলেশনশিপের কারণেও অনেকেই জীবন ত্যাগ করছে।

তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন তুমি তোমাকে যোগ্য করে গড়ে তুলতে চাও বলেই এই বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছো। তাহলে ভালো একটা কিছু করতে তোমাকে তোমার শারীরিক এবং মানসিক সুস্থতা অবশ্যই গুরুত্বপূর্ণ।

২১ মে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের কনফারেন্স হলে আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) “Mental Health Awareness Talk for Suicide Prevention & Recognition Ceremony” শীর্ষক একটি বিশেষ সেমিনারে প্রধান অতিথি হিসেবে তিনি কথা বলেন।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে MBSTU Reader Zone এবং Socchar Students’ Network (SSN), MBSTU Chapter। রিফ্রেশমেন্ট স্পনসর হিসেবে ছিল দেশবন্ধু গ্রুপ এবং মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করে দৈনিক দৈনিক কালবেলা।

এ সময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মো. ফজলুল করিম এবং দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. ইদ্রিসুর রহমান।

এদিকে অনুষ্ঠানে আয়োজকদের মতে, এই সেমিনারের মূল উদ্দেশ্য ছিল মানসিক স্বাস্থ্য বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা এবং আত্মহত্যার মতো দুঃখজনক ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া।

মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন মনোরোগ বিশেষজ্ঞ প্রফেসর ড. মেজর আবদুল ওহাব (অব.), যিনি “সংকট মোকাবিলার কৌশল: মানসিক চাপে থাকা শিক্ষার্থীদের প্রতি কার্যকর সাড়া দেওয়ার পদ্ধতি” শীর্ষক বিষয়ে আলোকপাত করেন তিনি।

তাছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশের ট্রমা ম্যানেজমেন্ট এন্ড সাপোর্ট বিভাগের সুমাইয়া তামান্না “সহানুভূতিমূলক পরিবেশ গড়ে তোলা ও একটি নিরাপদ ক্যাম্পাস নির্মাণ” এবং সুমাইয়া তাসনিম “মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা এবং আত্মহত্যা প্রতিরোধে সতর্ক সংকেতগুলো শনাক্ত করা” শীর্ষক বিষয়ে আলোচনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আইটেল সিটি সিরিজের যাত্রা শুরু
২১ মে ২০২৫ রাত ০৯:১৮:৩০



মণিরামপুরে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার
২১ মে ২০২৫ সন্ধ্যা ০৭:২৮:৫৮