• ঢাকা
  • |
  • বুধবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩২ রাত ১০:০০:২৭ (21-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩২ রাত ১০:০০:২৭ (21-May-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

রাজপথ না ছাড়ার নির্দেশ ইশরাকের

২১ মে ২০২৫ বিকাল ০৩:৩৩:২৭

রাজপথ না ছাড়ার নির্দেশ ইশরাকের

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে শপথ ইস্যুতে রাজপথ না ছাড়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

২১ মে বুধবার দুপুরে তার ফেসবুক পেজে এক পোস্টে এ নির্দেশনা দেন।

তিনি লেখেন, নির্দেশ একটাই যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে মৎস্য ভবন, কাকরাইল মসজিদ এবং প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনায় যাওয়ার রাস্তায় অবস্থান নিয়েছেন তার সমর্থকরা।

এছাড়া আরেকটি অংশ ডিএসসিসির নগর ভবনের সামনে অবস্থান নিয়েছে। এতে মৎস্য ভবন ও নগর ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ।

এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন সরকারের সাবেক সচিব মশিউর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, ২০২০ সালের সিটি করপোরেশনের নির্বাচনে ইশরাক হোসেন বিপুল ভোট পেয়েছিলেন। কিন্তু তৎকালীন নির্বাচন কমিশন ইশরাক হোসেনের পরিবর্তে শেখ ফজলে নূর তাপসকে বিজয় ঘোষণা করেন। এখন সেই নির্বাচন বাতিল করে ইশরাক হোসেনকে বিজয়ী করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইশরাক হোসেনকে শপথ পড়াচ্ছে না। এ কারণেই আমরা সড়কে অবস্থান নিয়ে এর প্রতিবাদ জানাচ্ছি। দাবি আদায়ের চেষ্টা করছি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আইটেল সিটি সিরিজের যাত্রা শুরু
২১ মে ২০২৫ রাত ০৯:১৮:৩০



মণিরামপুরে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার
২১ মে ২০২৫ সন্ধ্যা ০৭:২৮:৫৮