নারায়ণগঞ্জ প্রতিনিধি: অন্তবর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, টিসিবির প্রচুর ভুয়া কার্ড ছিল, সেগুলো বাতিল করে নতুনভাবে স্মার্ট কার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নতুনভাবে আরও ভালোভাবে টিসিবিসহ খাদ্যবান্ধব কর্মসূচি চালু করা সম্ভব হবে।
৩ মে শনিবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে নতুন নির্মাণাধীন খাদ্য গুদাম সাইলোর কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, বোরোর ফসল উৎপাদন বেড়েছে, এতে করে একটি ভালো মওজুদ গড়ে তুলতে পারবো। মধ্যবিত্ত সমাজে সকলে আমরা এক বেলা রুটি খাই। আগে মানুষ তিন বেলা ভাত খেত। সেক্ষেত্রে দেশে গমের চাহিদা বছরে কমপক্ষে ৭০ লক্ষ টন। আমাদের দেশে গমের আভ্যন্তরীন উৎপাদন ১০ লক্ষ টন। বাকী ৬০ লক্ষ টন গম আমদানি করতে হয়। বেশির ভাগই বেসরকারীভাবে আমদানি করা হয়। সরকারিভাবে যে আমরা আমদানি করি সেটার কিছু পরিমাণ আমরা ওএমএসে দেই। বাকীটা রেশনিংয়ে পুলিশ- মিলিটারী- আনসার-জেলখানাসহ অন্যান্য সংস্থায় দেওয়া হয়।
তিনি আরও বলেন, চালের দাম পড়ে যাচ্ছে, সহনশীল হয়ে আসছে। একেবারে পড়ে যাওয়াও ঠিক নয়। কৃষকেরাও তো উৎপাদনের ন্যায্য মূল্য পেতে হবে। আমরা ওই দিকে সর্তক আছি। সুতরাং চালের দাম ক্রমান্বয়ে আকেরটু কমে আসলে, আটার দামও কমে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক, মোহাম্মদ জাহিদুল ইসলাম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available