• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে জ্যৈষ্ঠ ১৪৩০ বিকাল ০৩:২৭:৫৫ (08-Jun-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে জ্যৈষ্ঠ ১৪৩০ বিকাল ০৩:২৭:৫৫ (08-Jun-2023)
  • - ৩৩° সে:

জাতীয়

আরেক দফা বাড়লো চিনির দাম

১১ই মে ২০২৩ বিকাল ০৫:১৩:২১

আরেক দফা বাড়লো চিনির দাম

নিউজ ডেস্ক: প্রতি কেজিতে ১৬ টাকা দাম বাড়িয়ে খোলা চিনি চিনি ১২০ টাকা এবং প্যাকেটজাত চিনি ১২৫ টাকা বিক্রয়মূল্য নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

১১ মে বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক শামীমা আখতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, বিটিটিসি চিনির মূল্য ও সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করে এবং বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে এ নিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাজারে চিনির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে, সাধারণ ভোক্তাদের ক্রয় ক্ষমতা এবং ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় বিটিটিসি প্রতি কেজি পরিশোধিত খোলা চিনির প্রাথমিক মূল্য ১১৫ টাকা, পরিবেশক মূল্য ১১৭ টাকা ও খুচরা মূল্য ১২০ টাকা এবং প্রতি কেজি প্যাকেটজাত পরিশোধিত চিনির প্রাথমিক মূল্য ১১৯ টাকা, পরিবেশক মূল্য ১২১ টাকা ও খুচরা মূল্য ১২৫ টাকা নির্ধারণ করার সুপারিশ করা হয়েছে।

অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে চিনির মূল্যে বৃদ্ধিরর কারণে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ১৫ দিন পর পর দাম সমন্বয়ের সুপারিশ করেছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










বেনাপোলে শক্তিশালী বোমা বিস্ফোরণ
৮ই জুন ২০২৩ দুপুর ১২:০৪:১৯














ASIAN TV