• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৪০:০১ (19-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৪০:০১ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

জাতীয়

দল-মত নির্বিশেষে মুক্তিযোদ্ধাদের সম্মান দেখানো সকলের কর্তব্য: প্রধানমন্ত্রী

১৫ ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ১২:৪৯:৩১

দল-মত নির্বিশেষে মুক্তিযোদ্ধাদের সম্মান দেখানো সকলের কর্তব্য: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দল-মত নির্বিশেষে মুক্তিযোদ্ধাদের সম্মান দেখানো সকলের কর্তব্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫ ফেব্রুয়ারি বুধবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ প্রকল্পের আওতায় ‘বীর নিবাস’র চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ৭৫ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর কোন সরকার মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করেনি। একটা সময় মুক্তিযোদ্ধাদের নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। তবে দলমত নির্বিশেষে সব মুক্তিযোদ্ধাকে সম্মান জানানো নিজেদের কর্তব্য বলে মনে করে আওয়ামী লীগ।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধাদের সম্মানে সকল কাজ করা হচ্ছে। খালেদা জিয়া সরকার ভোট চুরির মাধ্যামে ক্ষমতায় আসে। তবে জনগণ তা মেনে না নেওয়ায় জনগণই তাদের ক্ষমতাচূত করে।

সরকারপ্রধান বলেন, বিএনপি জামায়াত জোট সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে কাজ করেছে। জয় বাংলা স্লোগান হতে শুরু করে দেশের সকল গৌরবময় ইতিহাস ধ্বংস করতে এখনো কাজ করছে স্বাধীনতা বিরোধীরা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নওগাঁয় মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৯ এপ্রিল ২০২৪ দুপুর ১২:২৮:৪৩