নিজস্ব প্রতিবেদক : আগামী ২৭ ফেব্রুয়ারি ঢাকায় উদ্বোধন হবে আর্জেন্টিনার দূতাবাস। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো ঢাকায় এসে দূতাবাস উদ্বোধন করবেন।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ৩০ জানুয়ারি সোমবার বাংলাদেশে দূতাবাস খোলার লক্ষ্যে আর্জেন্টিনার নয়াদিল্লি দূতাবাসের উপরাষ্ট্রদূত ফ্রাঙ্কো সেনিলিয়ানির নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছে। ঢাকা সফরকালে প্রতিনিধিদল এ বিষয়ে আলোচনা করবে।
আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো। সফরকালে তিনি দূতাবাস উদ্বোধন করবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available