নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সারা দেশের ৩০০টি আসনের মধ্যে ২৩০ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল বিএনপি।
২৯ নভেম্বর বুধবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মহাসচিব তৈমূর আলম খন্দকার দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।
দলটির ২৩০ প্রার্থীর মধ্যে সাবেক ৫ সংসদ সদস্যও রয়েছেন। বাকি আসনগুলাতে পরে প্রার্থী দেয়ার কথা জানিয়েছে দলটি।
তবে প্রার্থীদের নাম ঘোষণাকালে উপস্থিত ছিলেন না দলের চেয়ারম্যান সমশের মবিন চৌধুরী ও নির্বাহী চেয়ারপারসন অন্তরা সেলিমা হুদা।
তৃণমূল বিএনপি ঘোষিত প্রার্থী তালিকায় থাকা সাবেক ৫ সংসদ সদস্য হচ্ছেন- মৌলভীবাজার-২ আসনে এম এম শাহীন, লক্ষ্মীপুর-১ আসনের এম এ আউয়াল, সাতক্ষীরা-৪ আসনের এইচ এম গোলাম রেজা, ঝিনাইদহ-২ আসনে নুরুদ্দিন আহমেদ, মেহেরপুর-২ আসনে আবদুল গনি।
এ ছাড়া তৃণমূল বিএনপির চেয়ারপারসন সমশের মবিন চৌধুরী সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ), নির্বাহী চেয়ারপারসন অন্তরা হুদা মুন্সীগঞ্জ-১, মহাসচিব তৈমূর আলম খন্দকার, নারায়ণগঞ্জ-১ আসন (রূপগঞ্জ) থেকে দলের মনোনয়ন পেয়েছেন।
এদিকে জাতীয় নির্বাচনকে লক্ষ্য রেখে হুট করে আত্মপ্রকাশ করা ‘প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম’ ব্যানারের প্রার্থীরাও আছেন তৃণমূল বিএনপির প্রার্থী তালিকায়। এর মধ্যে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু), সাবেক ভিপি নাজিম উদ্দিন, চট্টগ্রাম-৫ আসনে এবং প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের সাধারণ সম্পাদক ও চাকসুর সাবেক জিএস আজিম উদ্দিন ফেনী-৩ আসনে তৃণমূল বিএনপির মনোনয়ন পেয়েছেন।
তৃণমূল বিএনপির সঙ্গে জোট বেঁধেছে ‘প্রগতিশীল ইসলামী জোট’। ১৫ দলীয় এই রাজনৈতিক মোর্চার আহ্বায়ক সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল লক্ষ্মীপুর-১ আসনে এবং সদস্য সচিব নুরুল ইসলাম খান ময়মনসিংহ-২ আসন থেকে তৃণমূল বিএনপির মনোনয়ন পেয়েছেন। গাজীপুর-১ আসনে তৃণমূল বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী। ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত সংসদ সদস্য প্রয়াত উকিল আবদুস সাত্তারের ছেলে মাইনুল হাসান তৃণমূল বিএনপির মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available