• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩২ দুপুর ০১:৫২:০৬ (09-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩২ দুপুর ০১:৫২:০৬ (09-May-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ গৃহীত, দায়িত্ব পেলেন যারা

২৯ নভেম্বর ২০২৩ বিকাল ০৩:২৯:৫৬

টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ গৃহীত, দায়িত্ব পেলেন যারা

জ্যেষ্ঠ প্রতিবেদক: মন্ত্রিসভার টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগপত্র গৃহীত হয়েছে। একই সাথে ৩ উপদেষ্টার পদত্যাগপত্রও গৃহীত হয়েছে। ২ জন মন্ত্রী, ১ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করা হয় ২৯ নভেম্বর বুধবার দুপুরে। পরে মন্ত্রিপরিষদ বিভাগ এ সম্পর্কিত ২টি প্রজ্ঞাপনও জারি করে। প্রজ্ঞাপনগুলো পরবর্তীতে গেজেট আকারে প্রকাশিত হয়। 

নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর গত ১৯ নভেম্বর বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম পদত্যাগ করেন। তারা ৩ জনই টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রী ছিলেন ।

একই সাথে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভীও পদত্যাগ করেন।

৩ জনের পদত্যাগে এখন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ মোট ৪৪ সদস্য রয়েছেন। এরমধ্যে ২৩ জন মন্ত্রী, ১৮ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী। গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ করার কথা রয়েছে।

এদিকে পদত্যাগ করা ৩ টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। ২৯ নভেম্বর বুধবার সচিবালয়ে তিনি নিজ দফতরে সাংবাদিকদের এমন তথ্য দিয়েছেন।

তিনি বলেন, ৩টি মন্ত্রণালয়ের পদ শূন্য হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদটি শূন্য হয়েছিলো, সেখান পূর্ণ মন্ত্রী থাকায় কাউকে নতুন করে দায়িত্ব দেয়া হচ্ছে না। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চলে যাবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ বিষয়ে কিছুক্ষণের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে।

উপদেষ্টাদের দায়িত্ব কাউকে বণ্টন করা হচ্ছে না বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২
৯ মে ২০২৫ দুপুর ১২:১০:৩৬