• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ দুপুর ১২:২১:৪৮ (13-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ দুপুর ১২:২১:৪৮ (13-May-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

স্থপতি মোবাশ্বের হোসেন আর নেই

২ জানুয়ারী ২০২৩ দুপুর ১২:১৩:১২

স্থপতি মোবাশ্বের হোসেন আর নেই

স্থপতি মোবাশ্বের হোসেন

নিউজ ডেস্ক : দেশের বরেণ্য স্থপতি, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোবাশ্বের হোসেন আর নেই। ১ জানুয়ারি রোববার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর শ্যামলীস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর খবর নিশ্চিত করেছে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

স্থপতি ইকবাল হাবিব জানান, মোবাশ্বের হোসেনের মাল্টিপল অর্গান ফেইলিওর হয়েছে। প্রথমে চোখের সমস্যা নিয়ে গত ৯ নভেম্বর রাজধানীর বেসরকারি স্পেশালাইজ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে তার হার্টের আগের সমস্যা আবারও দেখা দেয়। দুদিন আগে অবস্থার কিছুটা উন্নতি হলেও শেষ পর্যন্ত তিনি না ফেরার দেশে পাড়ি জমান। এর আগে তাকে প্রথমে আইসিইউ এবং পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

মোবাশ্বের হোসেন বাংলাদেশের স্থপতি ইনস্টিটিউটের সভাপতি ও পরিবেশকর্মী ছিলেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যের স্নাতক সম্পন্ন করেন। তিনি এসোকনসাল্ট লিমিটেড-এর প্রধান স্থপতি, কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টস-এর প্রেসিডেন্ট, আর্কিটেক্টস রিজিওনাল কাউন্সিল ও এশিয়া (আর্কেশিয়া)-এর প্রেসিডেন্টও ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ