• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই বৈশাখ ১৪৩১ রাত ০১:২০:৪০ (19-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই বৈশাখ ১৪৩১ রাত ০১:২০:৪০ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজন আছে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

১ জুন ২০২৩ দুপুর ০২:৫২:৪৫

ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজন আছে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

নওগাঁ প্রতিনিধি: জনস্বার্থে আইন তৈরি হয় জানিয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজন আছে। তবে কিছুটা ভুলবুঝাবুঝি হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সারাদেশে একটা আলোচনা চলছে। কেউ বলছেন, প্রয়োজন আছে, আবার কেউ বলছেন নাই, আবার কেউ বলছেন অ্যামেন্ডমেন্ট (পরিত্যাগ) করা দরকার। সাংবাদিকদের দেখা যাচ্ছে অনেকেই অনেক জায়গায় নিয়মবর্হিভূত কাজ করছেন। অনেকেই আবার নিয়ম মেনে কাজ করতে গিয়ে শত্রুদের হাতে পড়ে মিথ্যা মামলায় পড়ছেন। এতে হেনস্তার শিকার হতে হচ্ছে। আইন হয় জনস্বার্থে। যেন দেশের মানুষের উপকার হয়।

১ জুন বৃহস্পতিবার বেলা ১২টায় নওগাঁ সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা বলেন। সেখানে নওগাঁর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন ২০০৯ অবহিতকরণ’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা হয়। জেলা প্রশাসন সেমিনারটির আয়োজন করেছেন।

বিচারপতি মো: নিজামুল হক নাসিম বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আগে জামিন হতো না, তবে এখন কিছুটা জামিন হচ্ছে। আইনে বলা হচ্ছে, কিছু কিছু অপরাধ জামিন যোগ্য, আবার কিছু অপরাধ জামিন অযোগ্য। পরিস্কার কথা- জামিন অযোগ্য মানে এই নয়, জামিন পাবে না। এটা আদালতের বিচারকের বিষয় তিনি চাইলে জামিন দিবেন, আবার না চাইলে জামিন দিবেন না। আমি আশা করছি, বিচারকরা বিষয়টি দেখবেন, যেনো মানুষ হয়রানি থেকে মুক্তি পায়।

তিনি আরও বলেন, অনলাইন মিডিয়াতে কারও সম্পর্কে মিথ্যা কথা বলা হয়, মিথ্যা রিপোর্টিং করা হয়; তখন এ আইনটির মাধ্যমে তা দমন করতে হবে। অনলাইন মিডিয়াকে কেউ অবৈধ কাজে ব্যবহার করবেন না।

এসময় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব(উপসচিব) মাসুদ খাঁন, নওগাঁ অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম
১৮ এপ্রিল ২০২৪ রাত ০৮:১৩:২৩