• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই আষাঢ় ১৪৩২ সকাল ০৮:৩০:৩০ (01-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই আষাঢ় ১৪৩২ সকাল ০৮:৩০:৩০ (01-Jul-2025)
  • - ৩৩° সে:

লাইফস্টাইল

বর্ষাকালে ছাদ বাগানের যত্ন নেবেন কীভাবে?

৩০ জুন ২০২৫ দুপুর ১২:৩১:৪৯

বর্ষাকালে ছাদ বাগানের যত্ন নেবেন কীভাবে?

লাইফস্টাইল ডেস্ক: চলছে বর্ষাকাল। আর বর্ষা মানেই আবহাওয়ায় বিশেষ বদল। কখনও মুষলধারে বৃষ্টি কখনও আবার ঝিরঝিরে। গাছের জন্য পানি যেমন ভালো, তেমন বিপদের কারণও হতে পারে। গোড়ায় পানি জমলে গাছ মারাও যেতে পারে। বর্ষাকালে ছাদ বাগানের যত্ন নেবেন কীভাবে?

১. টবগুলো ছাদের প্রাচীর থেকে কয়েক ইঞ্চি ফাঁক দিয়ে রাখুন। প্রতিটি টবের মাঝে বেশ কিছুটা ফাঁক রাখুন। এতে বৃষ্টির পানি জমতে পারবে না। বেরিয়ে যাবে। ছাদে পানি জমলে বাড়ির ক্ষতি হবে। সেই বিষয়টিও নজরে রাখা দরকার। গাছের পাতা ঝরে, মাটি বৃষ্টির পানিতে ধুয়ে ছাদের নর্দমার মুখ বন্ধ হয়ে যায় অনেক সময়েই। সে কারণেই নিয়মিত ছাদ পরিষ্কার করা জরুরি।

২. গাছের গোড়ায় পানি জমা ক্ষতিকর। প্রবল বৃষ্টির পরে সম্ভব হলে টবে জমা পানি ফেলে দিন। একইসঙ্গে খেয়াল রাখা প্রয়োজন টবের পানি নিষ্কাশন ব্যবস্থাতেও। টবের নীচের ছিদ্র মাটিতে বন্ধ হয়ে গিয়েছে কিনা, দেখে নিন। মাঝেমধ্যে মাটি আলগা করে দেওয়াও প্রয়োজন।

৩. বর্ষাকালে সাধারণত গাছের সারের প্রয়োজন হয় না। গোছে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে সার দিন। তবে ঘরে থাকা গাছে সার দিতেই পারেন। গাছে পানিও দিতে হবে প্রয়োজন বুঝে।

৪. বর্ষার সময়ে অনেক গাছের পাতা হলুদ হয়ে যায় বা কুঁকড়ে যায়। টবের মাটিতে পানি জমলে এমনটা হতে পারে। ফলে পানি নিষ্কাশন ব্যবস্থায় জোর দিতে হবে। যে গাছে এমন হচ্ছে, সেই গাছের মাটি নতুন করে তৈরি করতে পারেন। বালি মেশানো থাকলে সাধারণত পানি দ্রুত বেরিয়ে যায়।

৫. বর্ষার স্যাঁতসেতে আবহাওয়ায় ছত্রাক, পোকার আক্রমণও বেশি হয়। একটি গাছে পোকা হলে দ্রুত তা অন্য গাছে ছড়িয়ে পড়তে পারে। কোনো গাছে এমন হলে সেট প্রথমেই আশপাশের গাছের থেকে সরিয়ে নিন। তারপর পানির সঙ্গে নিমতেল মিশিয়ে স্প্রে করুন। সুস্থ গাছেও মাঝেমধ্যে এটি দিলে পোকা বা ছত্রাকের আক্রমণ এড়ানো যেতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ