আন্তর্জাতিক ডেস্ক: আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ ইউরোপের দেশ মাল্টা। স্থানীয় সময় ২৯ জুলাই সন্ধ্যায় এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী রবার্ট আবেলা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল কিছু শর্ত না মানলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়া হবে- ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের এমন ঘোষণার কয়েক দিন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর একই ঘোষণার কয়েক ঘণ্টা পর মাল্টার পক্ষ থেকে নতুন এই তথ্য জানানো হয়।
সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে রবার্ট আবেলা বলেন, ‘মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রতি আমাদের এমন অঙ্গীকারই শান্তির পক্ষে আমাদের অবস্থানকে প্রতিফলিত করে।’
সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার বিষয়ে অভ্যন্তরীণ চাপের মুখে পড়ে মাল্টার সরকার। ক্ষমতাসীন দলেই এ বিষয়ে চাপ বাড়ছিল, পাশাপাশি জুলাইয়ের মাঝামাঝি সময়ে মধ্য-ডানপন্থি বিরোধী দলও ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দেয়ার আহ্বান জানায়।
গত মে মাসে আবেলা জাতিসংঘের একটি সম্মেলনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার কথা ঘোষণা করেন। সম্মেলনটি পরে স্থগিত করা হয়েছিল। ওই মে মাসেই আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
এর আগে মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ‘যদি ইসরায়েল গাজায় ভয়াবহ পরিস্থিতি নিরসনে বাস্তব পদক্ষেপ না নেয়, যুদ্ধবিরতি চুক্তি না করে, পশ্চিম তীরকে অধিগ্রহণ করা হবে না এমন নিশ্চয়তা না দেয় এবং দ্বিরাষ্ট্র গঠনে দীর্ঘ শান্তি প্রক্রিয়ায় প্রতিশ্রুতিবদ্ধ না হয় তবে আগামী সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে যুক্তরাজ্য।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available