আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি থেকে ‘কয়েক সপ্তাহ দূরে’ ছিল। তবে দেশটির পারমাণবিক কর্মসূচি এমনভাবে ধ্বংস করা হয়েছে যা আগে কেউ দেখেনি।
২৯ জুন রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। খবর টাইমস অব ইসরায়েলের।
ট্রাম্প বলেন, এর মানে হলো—অন্তত কিছু সময়ের জন্য তাদের (ইরানের) পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার অবসান হলো। ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফোরদোতে মার্কিন হামলার বিষয়ে বলেন, ‘বোমা এর মধ্য দিয়ে মাখনের মতো চলে গেছে, একেবারে মাখনের মতো। এখন সেই ঘরে হাজার হাজার টন পাথর রয়েছে। পুরো জায়গাটিই ধ্বংস হয়ে গেছে।’
মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, হামলার আগে ইরান ফোরদো সাইট থেকে উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম সরায়নি। আমার মনে হয়— প্রথমত, এটা করা খুবই কঠিন ছিল, এটা খুবই বিপজ্জনক, খুব ভারী, খুব… । এটা করা খুবই কঠিন কাজ। এছাড়া আমরা খুব বেশি বার্তা দেইনি। তারা জানত না যে, আমরা আসছি, যতক্ষণ না আমরা হামলা চালিয়েছিলাম।
ট্রাম্প আরও যুক্তি দেন, তেহরান তার পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করতে যাচ্ছে না। এখন তাদের শেষ কাজ হলো নিজেদেরকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available