• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই আষাঢ় ১৪৩২ দুপুর ০২:৩৩:৪২ (01-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই আষাঢ় ১৪৩২ দুপুর ০২:৩৩:৪২ (01-Jul-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

চাকুরি প্রলোভনে শিক্ষার্থীকে কু-প্রস্তাব, হোটেল মালিক গ্রেফতার

১ জুলাই ২০২৫ সকাল ০৮:৫৭:৩৬

চাকুরি প্রলোভনে শিক্ষার্থীকে কু-প্রস্তাব, হোটেল মালিক গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি: চাকুরির প্রলোভন দেখিয়ে চাকুরি প্রার্থী কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রাঙামাটি শহরের কসমস হোটেল ও মায়ের দোয়া নার্সারির মালিক সালাউদ্দিনকে আটক করেছে পুলিশ।

৩০ জুন সোমবার দিবাগত মধ্যরাতে সংশ্লিষ্ট চাকুরি প্রার্থী ১৯ বছর বয়সী কলেজ শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে আটকের তথ্য প্রতিবেদককে নিশ্চিত করেছে কোতয়ালী থানা কর্তৃপক্ষ।  

থানা সূত্রে জানা গেছে, মে মাসের ২৫ তারিখে কসমস হোটেল ও রেস্টুরেন্টের স্বত্বাধিকারী সালাউদ্দিনের অনুরোধে এক বন্ধুর মাধ্যমে উক্ত রেস্টুরেন্টে যায় ভিকটিম চাকরিপ্রার্থী নারী ও আরেক পুরুষ সহযোগী। তারা উভয়েই সালাউদ্দিনের কাছে নিজেদের সিভি দিয়ে চাকুরিতে যোগদানের অনুমতি পায়। সেসময় দুয়েকদিন তাদের কাজ দেখে বেতন নির্ধারণ করার কথা জানায় সালাউদ্দিন।

রেস্টুরেন্টে ওয়েটারের চাকুরিতে যোগদানের দিনই সালাউদ্দিন উক্ত ভিকটিম মেয়েটিকে নানান ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি করে মেয়েটির সাথে যৌন আরচন করে। পরবর্তীতে সালাউদ্দিন মেয়েটিকে মাসে মাত্র ৫ হাজার টাকা বেতন দেওয়ার কথা বললে মেয়েটি পরেরদিন থেকে চাকুরি করবে না বলে জানিয়ে দেয়। একদিন পরেই সালাউদ্দিন মেয়েটিকে ফোন করলে মেয়েটি বেতন কমের কারণে চাকুরি করবেনা বলে সালাউদ্দিনকে জানিয়ে দেয়।

এসময় সালাউদ্দিন মেয়েটিকে তাকে ভালোবাসার আহ্বান জানিয়ে বলে, আমাকে সন্তুষ্ট করতে পারলে মাসে আরও ৫ হাজার টাকা বেশি পাবা। প্রতিমাসেই আমি সেই টাকাটা তোমাকে দিয়ে দিব। এসময় কুপ্রস্তাব পাওয়ায় মেয়েটি সাথে সাথেই সালাউদ্দিনকে জানিয়ে দেয় এটা সম্ভব না। এটা গুনাহের কাজ। এতে সালাউদ্দিন মেয়েটিকে আরও মোটিভেশন করার চেষ্টা করলে মেয়েটি সালাউদ্দিনের সকল কথাবার্তা মুঠোফোনে রেকর্ড করে নেয়।

এরপর ভিকটিম বিষয়টি তার বন্ধুদের জানালে তারা সালাউদ্দিনের সাথে যোগাযোগ করে বিষয়টির জন্য ক্ষমা চেয়ে বিষয়টির শেষ টানতে বললে সালাউদ্দিন তাদেরকে হুমকি দিতে থাকে এক পর্যায়ে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়েও না পেরে অবশেষে ভিকটিমের বন্ধুদের বিরুদ্ধে প্রয়োজনে ২০ লাখ টাকা খরচ করে দেখে নেবে বলেও হুমকি দেয়।

সালাউদ্দিনের এমন হুমকির পরবর্তীতে বিষয়টি নিজেদের সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করে ভিকটিমের বন্ধুরা। এতে বিভিন্ন মাধ্যম দিয়ে এবং ভিকটিমের বন্ধুদের কর্মস্থলে মানুষ পাঠিয়ে হুমকি দিতে থাকে কসমস রুপটপ রেস্টুরেন্টের মালিক সালাউদ্দিন।

অবশেষে নিজেদের অনিরাপদ ভেবে এবং সালাউদ্দিনের হুমকি বিষয়টি এবং যৌন হয়রানির বিষয়টি উল্লেখ করে সোমবার রাতে সালাউদ্দিনের বিরুদ্ধে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ করে ভিকটিম। অভিযোগের প্রাপ্তির সাথে সাথেই বিষয়টি প্রাথমিক সত্যতা পেয়ে সালাউদ্দিনকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. সাহেদ উদ্দিন জানান, এ বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
১ জুলাই ২০২৫ দুপুর ০১:৫৪:৩৮


হলি আর্টিজানে জঙ্গি হামলার ৯ বছর আজ
১ জুলাই ২০২৫ দুপুর ০১:৩৩:১৫