• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে বৈশাখ ১৪৩২ ভোর ০৪:৫১:২০ (08-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে বৈশাখ ১৪৩২ ভোর ০৪:৫১:২০ (08-May-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

পাকিস্তানে ভারতের হামলার সমর্থন জানিয়েছে ইসরায়েল

৭ মে ২০২৫ দুপুর ১২:৫৬:৫৪

পাকিস্তানে ভারতের হামলার সমর্থন জানিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এ হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। পাকিস্তানে ভারতীয় হামলার সমর্থন জানিয়েছে ইসরায়েল।

পাকিস্তানের ওপর ভারত ‌‘অপারেশন সিঁদুর’ নামে যে সামরিক অভিযান চালিয়েছে, তার প্রতিক্রিয়ায় ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার বলেছেন, ভারতের আত্মরক্ষার অধিকার আছে।

ইসরায়েলের রাষ্ট্রদূতের ভাষ্য, ‘ভারতের আত্মরক্ষার অধিকারকে ইসরায়েল সমর্থন করে।’

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লেখেন, ‘সন্ত্রাসীদের অবশ্যই জানতে হবে যে নিরীহ মানুষের ওপর বর্বরতার পর তাদের লুকানোর জন্য কোনো আশ্রয়স্থল নেই।’

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে পাকিস্তানের ৯টি জায়গায় ‘অপারেশন সিঁদুর’ অভিযান নামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। ভারতের হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটকের দাবিও করেছেন তিনি।

এদিকে, ভারতীয় সেনাবাহিনী বলছে, পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে তিনজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

সূত্র : রয়টার্স।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








শেখ হাসিনাকে বৃহস্পতিবার দুদকে তলব
৭ মে ২০২৫ সন্ধ্যা ০৭:০২:২৭