• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই বৈশাখ ১৪৩১ ভোর ০৪:৩৭:৫৬ (28-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৪ই বৈশাখ ১৪৩১ ভোর ০৪:৩৭:৫৬ (28-Apr-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

ইসরায়েলি বিমান হামলায় ২০ ফিলিস্তিনি নিহত

১৯ মার্চ ২০২৪ সকাল ১০:৫৩:৩১

ইসরায়েলি বিমান হামলায় ২০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের নেন্দ্রবিন্দুতে অবরুদ্ধ গাজা উপ্যতকায় ও মিশরীয় সীমান্তবর্তী রাফাহ শহরে আকাশ থেকে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

১৯ মার্চ মঙ্গলবার ভোরে এ বিমান হামলা ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য কর্মকর্তারার বরাত দিয়ে সংবাদ মাধ্যম রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছেন।

রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়, রাফাহ শহর ও গাজা উপত্যকার কেন্দ্রীয় অংশে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর মধ্যে রাফাহ শহরে চালানো হামলায় ১৪ জন নিহত হন।

এছাড়া, মধ্য গাজার আল-নুসেইরাত শরণার্থী শিবিরের একটি অংশে পৃথক বিমান হামলায় আরও ছয়জন প্রাণ হারান। উভয় ঘটনায় আহত হয়েছেন অনেকে।

এদিকে, গাজা শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণে মধ্য গাজার দেইর আল-বালাহ শহরেও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। সেখানকার শরণার্থী শিবিরে অবস্থানরত বাসিন্দারা দাবি করেছেন, সোমবার ১৮ মার্চ দিনগত রাতে বজ্রপাতের সঙ্গে বিস্ফোরণের শব্দও শুনতে পেয়েছেন।

স্থানীয় এক বাসিন্দা বলেছেন, আমরা এখন বজ্রপাত ও বোমা হামলার শব্দের মধ্যে পার্থক্য করতে পারছি না। আগে আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করতাম। বৃষ্টি হতে দেরি হলে আল্লাহর কাছে প্রার্থনা করতাম। অথচ এখন আমরা বৃষ্টি না হওয়ার জন্য প্রার্থনা করি। (সূত্র: রয়টার্স)

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বিআইইউতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
২৭ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:০৩:৩৯





রংপুর মেডিকেলে ১৫ দিনে ৩৩৭ জনের মৃত্যু
২৭ এপ্রিল ২০২৪ বিকাল ০৪:০১:৪৬