• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৪৯:৪৫ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৪৯:৪৫ (09-May-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

বাকেরগঞ্জে বিদ্যুৎপৃষ্টে একই পরিবারের তিনজন নিহত

২৭ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:৪৮:১৯

বাকেরগঞ্জে বিদ্যুৎপৃষ্টে একই পরিবারের তিনজন নিহত

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা, মেয়ে ও ছেলে নিহত হয়েছে। ২৭ এপ্রিল শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার ১৪নং নিয়ামতি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ঢালমারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রিয়াজ মোল্লার স্ত্রী সোনিয়া বেগম (৩০), মেয়ে রেজভী আক্তার (৯) ও ছেলে সালমান (৫)।

পার্শ্ববর্তী বাড়ির ফরিদা বেগম জানান, রিয়াজ মোল্লার বাগানের ভিতর দিয়ে পল্লী বিদ্যুতের তার পার্শ্ববর্তী বাড়িতে গিয়েছে। সেই তার দু’দিন পূর্বে ছিড়ে বিভিন্ন গাছসহ মাটিতে পরে ছিল। দুপুর সাড়ে ১২ টার দিকে রিয়াজ মোল্লার (৫) বছরের  ছেলে সালমান গাছ থেকে লেবু পারতে গেলে প্রথমে বিদ্যুৎপৃষ্ট হয়। সালমানের চিৎকারে তার মা সোনিয়া বেগম সন্তানকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎপৃষ্ট হয়। মা ও ভাইকে খুঁজতে গিয়ে রেজভী আক্তার বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। 
পার্শ্ববর্তী বাড়ির আমেনা বেগম বিদ্যুতের তারে আগুন জ্বলতে দেখে চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা ছুটে এসে পল্লী বিদ্যুৎ অফিসকে অবহিত করেন। বিদ্যুৎ বন্ধ হওয়ার পরে তাদের নিথর মরদেহ উদ্ধার করা হয়। রিয়াজ মোল্লার সংসারে দুই বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

স্থানীয়দের দাবি, বাকেরগঞ্জে পল্লী বিদ্যুতের অবহেলায় একই পরিবারের মা, ছেলে ও মেয়ে নিহত হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, ঘটনা শোনার পরপরই ফোর্সসহ ঘটনাস্থলে তিনি গিয়েছেন। এখনো কোনো অভিযোগ আসেনি।

নিহতের ঘটনায় অপমৃত্যু মামলা দায়ে করা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল পল্লী বিদ্যুৎ-১ বাকেরগঞ্জের জোনাল অফিসের ম্যানেজার (ডিজিএম) গোবিন্দচন্দ্র জানান, তারা ঘটনাস্থলে গিয়েছেন। এঘটনায় ঢাকা থেকে তাদের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে এবং বরিশালেও তাদের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত টিমের রিপোর্ট পেয়ে প্রকৃত ঘটনা উন্মোচন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ