• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:২৮:৩৫ (08-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৫শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:২৮:৩৫ (08-May-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগবে: জাতিসংঘ

২৭ এপ্রিল ২০২৪ সকাল ১০:৫৪:২৯

গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগবে: জাতিসংঘ

অনলাইন ডেস্ক: ইসরাইলের হামলায় গাজা উপত্যকায় যে পরিমাণ ধ্বংসস্তূপ তৈরি হয়েছে তা অপসারণ করতে ১৪ বছর সময় লাগতে পারে বলছে জাতিসংঘ।

২৬ এপ্রিল শুক্রবার জেনেভায় এক বিফ্রিংয়ে জাতিসংঘের জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। (খবর রয়টার্স) জ্যেষ্ঠ কর্মকর্তা পেহর লোধাম্মার বলেন, হামাস-ইসরাইল সংঘাতের ফলে প্রায় ৩ কোটি ৭০ লাখ টন ধ্বংসাবশেষ তৈরি হয়েছে। যা ব্যাপক ঘনবসতিপূর্ণ উপকূলীয় অঞ্চলে পড়ে আছে।

তিনি আরও বলেন, গাজায় পাওয়া অবিস্ফোরিত গোলাবারুদের সঠিক সংখ্যা নির্ধারণ করা প্রায় অসম্ভব। তারপরও ধ্বংস হওয়া ভবনগুলোর ধ্বংসাবশেষসহ পুরো ধ্বংসস্তূপ পরিষ্কার করতে ১৪ বছরের মতো সময় লাগতে পারে।

সাধারণত স্থল বাহিনীর ছোড়া গোলাবারুদের অন্তত ১০ শতাংশ অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়। আমরা ১০০টি ট্রাক ব্যবহার করে ১৪ বছর ধরে পরিষ্কার কাজ চালানোর কথা বলছি বলেও জানান এ কর্মকর্তা।

প্রসঙ্গত, ৭ অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলায় প্রায় ১২০০ জন নিহত এবং ২৫০ জনেরও বেশি মানুষকে জিম্মি নেওয়া হয়েছিল। তার উত্তরে ইসরাইলের পাল্টা আক্রমণ চালায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনে হামলার ফলে ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলটির বিরাট অংশ ধ্বংস হয়ে গিয়েছে এবং বহু ফিলিস্তিনি খাবারের দুর্ভিক্ষের মুখে পড়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বরিশালের ২ উপজেলায় ভোটগ্রহণ চলছে
৮ মে ২০২৪ দুপুর ১২:৪০:১৬


পাবনায় ৩ উপজেলায় চলছে ভোটগ্রহণ
৮ মে ২০২৪ দুপুর ১২:২৯:৪০