• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই জ্যৈষ্ঠ ১৪৩২ রাত ১২:৩১:৫৪ (23-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই জ্যৈষ্ঠ ১৪৩২ রাত ১২:৩১:৫৪ (23-May-2025)
  • - ৩৩° সে:

প্রিয় প্রবাসী

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

২২ মে ২০২৫ সন্ধ্যা ০৭:৪১:৩০

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটাবেন, ঘরে ফেরার সময় সবাইকে চমকে দেবেন নতুন আশার আলো নিয়ে। কিন্তু সেই স্বপ্ন আজ স্বজনদের চোখে কান্নার জল হয়ে ঝরছে।

সৌদি আরবে নির্মাণ কাজ শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নজরুল ইসলাম (৩০)। তিনি সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামের দক্ষিণ পাড়ার মন মিয়ার ছেলে।

ঘটনাটি ঘটে ২১ মে বুধবার বিকাল ৫টার দিকে। নির্মাণ কাজ শেষ করে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে ছুটে আসা একটি বেপরোয়া প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তার শরীরের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নজরুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। দিনরাত কষ্ট করে রোদে-ঝড়ে কাজ করে পরিবারের সবার মুখে হাসি ধরে রেখেছিলেন তিনি। কিন্তু প্রবাসের মাটিতেই থেমে গেল তার জীবনের পথচলা।

স্বজনদের আহাজারিতে এখন শোকাচ্ছন্ন কোড্ডা গ্রামের আকাশ-বাতাস। মৃতদেহ দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের আকুতি যেন পৌঁছাতে চায় রাষ্ট্রের প্রতিটি দায়িত্ববান দপ্তরে। কিন্তু কাগজপত্রের জটিলতায় সেই প্রক্রিয়াও হয়ে উঠেছে দুর্বিষহ।

নজরুলের পরিবার সরকার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছেন, যাতে প্রিয়জনের নিথর দেহ অন্তত মায়ের কোল ফিরে পায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল
২২ মে ২০২৫ বিকাল ০৫:৫৭:৩৭