• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩২ দুপুর ০১:০৯:৫২ (09-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩২ দুপুর ০১:০৯:৫২ (09-May-2025)
  • - ৩৩° সে:

স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমছে

২ ডিসেম্বর ২০২৩ রাত ০৮:৪২:১৮

ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমছে

হেলথ ডেস্ক: সারাদেশে ডেঙ্গু জ্বরে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমছে। গত ২৪ ঘন্টায় সারাদেশে ১ জনের মৃত্যু হয়েছে। এসময়ের মধ্যে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬০৫ জন ভর্তি হয়েছেন।

২ ডিসেম্বর শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৯ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৬ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩ হাজার ৪১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকায় ৮৯৭ জন এবং অন্যান্য বিভাগে ২ হাজার ৫১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ৩ লাখ ১২ হাজার ৯৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৮ হাজার ১১৩ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ২ লাখ ৪ হাজার ৮৫১ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ৭ হাজার ৯১৯ জন। ঢাকায় ১ লাখ ৬ হাজার ২৭৪ এবং ঢাকার বাইরে ২ লাখ ১ হাজার ৬৪৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬২৯ জনের।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২
৯ মে ২০২৫ দুপুর ১২:১০:৩৬