বিনোদন ডেস্ক: কোস্টা টিচ নামে পরিচিত দক্ষিণ আফ্রিকার পপতারকা কনস্টান্টিনোস সোবানোগ্লো (২৮) মঞ্চে পারফরম করার সময় মারা গেছেন। স্থানীয় সময় শনিবার মঞ্চের ওপর পড়ে মারা যান কোস্টা টিচ। গায়কের পরিবার তার মৃত্যু সংবাদ নিশ্চিত করে। খবর দ্য ডেইলি নিউজের।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শনিবার আলট্রা মিউজিক ফেস্টিভ্যালে পারফরম করছিলেন তিনি।মাইক্রোফোন হাতে গান গাইতে গাইতে হঠাৎ মঞ্চের ওপর পড়ে যান এই সংগীতশিল্পী। এ সময় দর্শকও আতঙ্কিত হয়ে পড়েন।
কিন্তু তাদের আশ্বস্ত করে উঠে দাঁড়ান কোস্টা এবং আবারও গাইতে শুরু করেন। এতে স্বস্তি পান দর্শক ও তার ভক্তরা। কিন্তু তার এই পারফরম্যান্স বেশিক্ষণ চলল না।
একটু পরই অচেতন হয়ে স্টেজ থেকে নিচে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি কোস্টাকে। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
জোহানেসবার্গ পুলিশ জানিয়েছে, কোস্টার মৃত্যু নিয়ে তদন্ত করছেন তারা। ময়নাতদন্তের পর জানা যাবে তার মৃত্যুর কারণ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available